জলপাইগুড়ি, 15 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাওয়াই । পাইলট কার ছেড়ে দিলেন সৌরভ চক্রবর্তী । জেলার দায়িত্বে চলে এসেছি বলে বড় কেউকেটা হয়ে গিয়েছি । আমার সামনে দুটি পুলিশের গাড়ি, পেছনে দুটো পুলিশের গাড়ি । নিরাপত্তা ছাড়াই ঘুরতে হবে । এসব চলবে না । ধূপগুড়ির সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের এমনই দাওয়াই দিয়েছিলেন ৷ পাইলট কার ছেড়ে দিলেন সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty Quit Pilot Car) । 12 তারিখ ধূপগুড়ির জনসভাতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করতে হবে ।
নেতাদের সামনে পেছনে চারটে করে গাড়ি । এসব বন্ধ । যাঁরা বিধানসভায় ভালো ফল করতে পারেননি, তাঁরা রুলিং পার্টির নেতা নয় । তাঁরা বিরোধী দলের নেতার মত কাজ করুন । পুলিশ ছাড়া, নিরাপত্তা ছাড়া ঘুরতে হবে। কয়েকটা মানুষের মুখ দেখে ভোট দিতে চায় না আমাদের । আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা এসব নেতাদের টিকিট দেব না । শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী নিজে আর পুলিশের দেওয়া পাইলট ব্যবহার করছেন না । এদিন জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে আসেন পাইলট কার ছাড়াই ।