জলপাইগুড়ি, 1 মার্চ : পর্ষদ গঠন করেও বেকায়দায় রাজ্য সরকার ৷ নস্যশেখ উন্নয়ন পর্ষদ কমিটিতে তাদের কোনও প্রতিনিধি জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি ৷
সূত্রের খবর, ভোটের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার আগেই তড়িঘড়ি নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন করে রাজ্য সরকার ৷ কিন্তু পর্ষদের যে কমিটি ঘোষণা করা হয়, তাতে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কোনও প্রতিনিধিকে রাখা হয়নি ৷ আর তাতেই ক্ষুব্ধ সংগঠনের সদস্যরা ৷ তাঁদের সাফ কথা, সরকার যদি এই বিষয়টি বিবেচনা না করে, তাহলে তাদের এবং রাজ্যের শাসকদলকে বড়সড় সমস্য়ায় পড়তে হবে ৷ ভোট মরশুমে যা মোটেও কাঙ্খিত নয় তৃণমূলের কাছে ৷