পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাদারিহাটের চা বাগানে খাঁচাবন্দী পূর্ণবয়স্ক চিতাবাঘ - খাঁচাবন্দী পূর্ণবয়ষ্ক চিতাবাঘ

কয়েকদিন ধরেই মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হানায় প্রাণ হারিয়েছেন কয়েকজন । চিতাবাঘটিকে ধরার জন্য জলদাপাড়া বনবিভাগ থেকে মাদারিহাট ব্লকের তুলসিপাড়া, গেরগান্ডা, রামঝোড়া, ধুমচিপাড়া চা বাগানের বিভিন্ন এলাকায় মোট ন'টি খাঁচা পাতা হয় । অবশেষে গতকাল সকালে গেরগাণ্ডা চা বাগানের 4 নম্বর বিভাগে খাঁচাবন্দী হয় চিতাবাঘটি ।

A leopard caught in a cage
খাঁচাবন্দী পূর্ণবয়স্ক চিতাবাঘ

By

Published : Jan 21, 2020, 2:20 AM IST

জলপাইগুড়ি , 21 জানুয়ারি : চিতাবাঘ ধরতে পাতা হয়েছিল খাঁচা ৷ গতকাল একটি চিতাবাঘকে খাঁচাবন্দী অবস্থায় উদ্ধার করা হয় ৷ জলপাইগুড়ির মাদারিহাটের গেরগান্ডা চা বাগানের ঘটনা ।

কয়েকদিন ধরেই মাদারিহাট ব্লকের বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হানায় প্রাণ হারিয়েছেন কয়েকজন । 17 ডিসেন্বর এক যুবতিকে চিতাবাঘ টেনে নিয়ে যায় । পরে তুলসিপাড়া চা বাগান থেকে তাঁর খুবলানো দেহ উদ্ধার হয় । ফলে চা বাগানের কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিল । এরপর চিতাবাঘটিকে ধরার জন্য জলদাপাড়া বনবিভাগ থেকে মাদারিহাট ব্লকের তুলসিপাড়া, গেরগান্ডা, রামঝোড়া, ধুমচিপাড়া চা বাগানের বিভিন্ন এলাকায় মোট ন'টি খাঁচা পাতা হয় । অবশেষে গতকাল সকালে গেরগাণ্ডা চা বাগানের 4 নম্বর বিভাগে খাঁচাবন্দী হয় চিতাবাঘটি । পরে বনদপ্তরের তরফে পূর্ণবয়স্ক ওই চিতাবাঘটিকে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যাওয়া হয় ।

চিতাবাঘটি পূর্ণবয়স্ক হওয়ায় মানুষ খেকো, এমনটাই মনে করছে স্থানীয়রা । তাই চিতাবাঘটি ধরা পড়ায় কিছুটা স্বস্তিতে চা বাগানের কর্মীসহ স্থানীয়রা । তবে বাঘটি মানুষ খেকো কি না সে বিষয়ে বনদপ্তরের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি ৷ এ প্রসঙ্গে উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের প্রধান বনপাল উজ্জ্বল ঘোষ বলেন , " একটি চিতাবাঘ ধরা পড়েছে । তবে সে'টা মানুষ খেকো কি না তা বলা যাবে না । তবে পূর্ণবয়স্ক ও বড় চিতাবাঘ খাঁচাবন্দী হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details