জলপাইগুড়ি, 20 মে : জলপাইগুড়ি টাউন ক্লাব মোড়ের এক বন্ধ দোকানের সামনে বসে এক কিশোরী । পরনে সালোয়ার কামিজ। ওড়না দিয়ে মুখ বাঁধা । পাশে রাখা একটি সাইকেল । হাতে একটি ঝোলা ব্যাগ । সামনে যাকেই দেখছে, তাকেই জিজ্ঞাসা করছে, "আমাকে একটা কাজ দেবে?" প্রথমে তাকে কেউই খুব একটা গুরুত্ব দেয়নি । কিন্তু, পরে স্থানীয়রা লক্ষ্য করে ওই কিশোরী সমানে কেঁদে চলেছে । তারপরই সন্দেহ হয় তাদের । ওই কিশোরীর সঙ্গে কথা বলে অবাক হয়ে যায় সকলে ।
ওই কিশোরী মামণি রায় । ধুপগুড়ির দক্ষিণ খয়েরবাড়ির বাসিন্দা । এবার মাধ্যমিক দিয়েছে । বাবা মদন রায় । পেশায় রাজমিস্ত্রি । নিজের মা নেই । মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেছেন । সে বলে, "সৎ মা ভাইকে বেশি আদর করে । আর আমাকে মারধর করে ।" তাই অভিমানে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে সে ।