পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্রেতা সেজে তক্ষক উদ্ধার পুলিশের, গ্রেপ্তার 1

পুলিশের কাছে বন্যপ্রাণী বিক্রি করতে গিয়ে ধরা পরল এক যুবক । তক্ষক পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

By

Published : Mar 18, 2020, 7:02 PM IST

Updated : Mar 18, 2020, 8:09 PM IST

উদ্ধার হওয়া তক্ষক
উদ্ধার হওয়া তক্ষক

জলপাইগুড়ি, 18 মার্চ : ক্রেতা সেজে তক্ষক উদ্ধার করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ । তক্ষক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল জলপাইগুড়ি সদর ব্লকের এক পাচারকারীকে । বাজেয়াপ্ত করা হয়েছে একটি বাইকও ৷

পুলিশ সূত্রে খবর, আজ বিকেলে জলপাইগুড়ি কোতয়ালি থানার একটি টিম বাহাদূর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তক্ষক উদ্ধার করেছে ৷ পাশাপাশি তক্ষক পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে । আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।

তক্ষক পাচার করতে গিয়ে ধরা পড়েন এই যুবক

ধৃত যুবকের বাম আশরাফ-উল রহমান (35) । তার বাড়ি বাহাদুর গ্রামপঞ্চায়েতের ধনোয়াপাড়া এলাকায় । তার কাছ থেকেই তক্ষকটি উদ্ধার হয়েছে । ওয়াইল্ড লাইফ অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান কোতয়ালি থানার IC বিশ্বাশ্রয় সরকার । ধৃত আশরাফকে জলপাইগুড়ি বনবিভাগের হাতে তুলে দেওয়া হয় ।

ক্রেতা সেজে তক্ষক উদ্ধার করল জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ
Last Updated : Mar 18, 2020, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details