জলপাইগুড়ি, 27 মার্চ : লোকালয়ে ঢুকে বেঘোরে প্রাণ গেল হাতির (A Elephant Die in Suspicious Way in Rajganj) ৷ জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবার ঘটনায় তদন্ত শুরু করেছে বন দফতর ৷ রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিস্তা নদীর চরে মহারাজঘাট সবজি চাষের জমিতে হাতিটির দেহ উদ্ধার হয়েছে ৷
হাতির মৃত্যুতে অন্তর্ঘাত থাকতে পারে বলে মনে করছে বন দফতর ৷ বৈকুন্ঠপুর বন বিভাগের কর্মীরা আজ সকালে হাতির মৃত্যুর খবর পেয়ে তিস্তার চরে যান ৷ জানা গিয়েছে, বন সংলগ্ন তিস্তা নদীর চরে প্রচুর সবজি চাষ করা হয় ৷ মনে করা হচ্ছে হাতিটি সেখানে সবজি খেতে গিয়েছিল ৷ সেখানেই হাতির মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে যান বৈকন্ঠপুর বনবিভাগের এডিএফও মঞ্জুলা তিরকি ও বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত ৷