পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Dead in Rajganj : সবজি ক্ষেতের পাশে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে বন দফতর - A Elephant Die in Suspicious Way in Rajganj

রাজগঞ্জে তিস্তা নদীর চরে সবজি ক্ষেতের পাশে উদ্ধার হল হাতির দেহ (A Elephant Die in Suspicious Way in Rajganj) ৷ সবজি খাওয়ার জন্য সেখানে ঢুকে কীভাবে প্রাণ গেল হাতিটির ? তা জানতে তদন্ত শুরু করেছে বন দফতর ৷

A Elephant Die in Suspicious Way in Rajganj
A Elephant Die in Suspicious Way in Rajganj

By

Published : Mar 27, 2022, 3:46 PM IST

জলপাইগুড়ি, 27 মার্চ : লোকালয়ে ঢুকে বেঘোরে প্রাণ গেল হাতির (A Elephant Die in Suspicious Way in Rajganj) ৷ জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গজলডোবার ঘটনায় তদন্ত শুরু করেছে বন দফতর ৷ রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিস্তা নদীর চরে মহারাজঘাট সবজি চাষের জমিতে হাতিটির দেহ উদ্ধার হয়েছে ৷

হাতির মৃত্যুতে অন্তর্ঘাত থাকতে পারে বলে মনে করছে বন দফতর ৷ বৈকুন্ঠপুর বন বিভাগের কর্মীরা আজ সকালে হাতির মৃত্যুর খবর পেয়ে তিস্তার চরে যান ৷ জানা গিয়েছে, বন সংলগ্ন তিস্তা নদীর চরে প্রচুর সবজি চাষ করা হয় ৷ মনে করা হচ্ছে হাতিটি সেখানে সবজি খেতে গিয়েছিল ৷ সেখানেই হাতির মৃত্যু হয়েছে ৷ খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে যান বৈকন্ঠপুর বনবিভাগের এডিএফও মঞ্জুলা তিরকি ও বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত ৷

সবজি ক্ষেতের পাশে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে বন দফতর

তাঁরা জানিয়েছেন, যেখানে হাতির দেহ পাওয়া গিয়েছে ৷ সেখানে লাউ চাষ করা হয়েছে ৷ হয়তো লাউ খেতে জমিতে ঢুকছিল হাতিটি ৷ ক্ষেতের পাশে একটি রাসায়নিকের বস্তাও পাওয়া গিয়েছে ৷ হাতিটি কোনওভাবে সেই রাসায়নিক খেয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে ৷ তবে, হাতি মৃত্যুর সঠিক কারণ এখনই নির্দিষ্ট করে বলা যাবে না বলে জানিয়েছেন বন বিভাগের আধিকারিকরা ৷ আপাতত হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে ৷

আরও পড়ুন : Leopards in Mathabhanga : মাথাভাঙায় শাবক-সহ 5টি চিতাবাঘ! ফাঁদ পাতল বন দফতর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details