জলপাইগুড়ি, 21 অগস্ট: গরুমারা জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গণ্ডারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বন দফতরের প্রাথমিক অনুমান সঙ্গীনি দখলের লড়াইয়ের কারণেই একটি পূর্ণ বয়স্ক পুরুষ গণ্ডারের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় যথেষ্ট উদ্বেগে বন দফতরের আধিকারিকরা ৷
জানা গিয়েছে, সঙ্গীনি দখলের জন্য দুই পুরুষ গণ্ডারের মারপিটের ফলেই গরুমারা জাতীয় উদ্যানে একটি গণ্ডার প্রাণ হারিয়েছে ৷ জাতীয় উদ্যানের সাউথ রেঞ্জের গরাতি বিটে বনকর্মীরা রুটিন টহলদারির সময় দেখতে পান, একটি জলাশয়ের ধারে পরে আছে গণ্ডারটি। এরপর খবর দেওয়া হয় অনান্য আধিকারিকদের ৷ তাঁরা এসে গণ্ডারের দেহটি জলাশয় থেকে ওপরে তোলে ৷ আসেন পশু চিকিৎসকরাও ৷ তাঁরা গণ্ডারটি পরীক্ষা করে মৃত বলে জানান ৷
সঙ্গীনি দখলের ফলেই গন্ডারের মৃত্যু হয়েছে বলে জানান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ গন্ডারের খর্গ-সহ অন্যান্য অঙ্গ সব অক্ষত রয়েছে বলে জানিয়েছেন তিনি। এই মৃত্যুর পেছনে চোরা শিকারিদের কোন যোগসাজশ নেই তাও এদিন পরিষ্কার জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী। গন্ডারের শৃঙ্গটিও অক্ষত আছে বলে জানা গিয়েছে।