জলপাইগুড়ি, 22 জুলাই: গত 24 ঘন্টায় জলপাইগুড়ি জেলায় কোরোনায় আক্রান্ত হল 92 জন । যা একদিনের নিরিখে রেকর্ড । এর জেরে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 898 জন ।
গত এক সপ্তাহে দু'শোরও বেশি মানুষের রিপোর্ট পজ়িটিভ আসায় চিন্তায় জেলা স্বাস্থ্যবিভাগ । আর এই প্রথম একসঙ্গে 92 জনের সংক্রমণের খবর এল।
গত কয়েকদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে জলপাইগুড়ি জেলাজুড়ে । 92 জনের মধ্যে বেশিরভাগেরই বাড়ি ময়নাগুড়িতে । এছাড়াও জলপাইগুড়ি পৌরসভা, মালবাজার, নাগরাকাটা, ধুপগুড়ির বাসিন্দাও রয়েছে ।
রানিনগরে পঞ্চায়েত দপ্তরের ট্রেনিং সেন্টারটিতে কোরোনা আক্রান্তদের রাখা হচ্ছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামাণিক জানিয়েছেন ।