পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hawker free station: 75টি রেল স্টেশনকে হকার মুক্ত ঘোষণা উত্তর-পূর্ব সীমান্ত রেলের

কাটিহার, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার-এর মতো 75টি রেল স্টেশনকে হকারমুক্ত করল উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ । জরিমানা থেকে আদায় হয়েছে প্রায় 10 লক্ষ 54 হাজার টাকা ।

Hawker free station
75টি রেল স্টেশনকে হকার মুক্ত ঘোষণা

By

Published : Jun 23, 2023, 7:35 PM IST

শিলিগুড়ি, 23 জুন : 75টি রেল স্টেশনকে হকার মুক্ত করল উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। গত দু'মাসে এক হাজারের বেশি হকারদের জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি অবৈধ হকার-সহ মদ্যপ ও ধূমপানকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দু'মাসে 10 লক্ষ 54 হাজার টাকা জরিমানা আদায় করে রেকর্ড তৈরি করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

চলতি বছরে প্রত্যেক স্টেশনকে হকার মুক্ত করার উদ্যোগ নিয়েছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। এপ্রিল ও মে মাসে উত্তর-পূর্ব সীমান্ত রেলের পাঁচটি ডিভিশনের প্রত্যেক স্টেশনে অভিযানে নামে আরপিএফ। অভিযানে 4 হাজার 661 জনকে জরিমানা করা হয়। তাতে প্রায় সাড়ে দশ লক্ষ টাকা জরিমানা বাবদ আদায় করেছে রেল। এই জরিমানা রেলের পরিকাঠামো ও যাত্রীদের পরিষেবার উন্নয়নে লাগানো হবে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "চলতি বছরে আমাদের লক্ষ্য ছিল প্রত্যেক ডিভিশনের অধীন প্রত্যেক রেল স্টেশনকে আমরা হকার মুক্ত করব। পাশাপাশি স্টেশন ও স্টেশন চত্ত্বরে মদ্যপান ও ধূমপানের বিরুদ্ধেও একইভাবে অভিযানে নামা হয়েছিল। আগামীতেও একইভাবে অভিযান চলবে।"

উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, এপ্রিল ও মে মাসে 1 হাজার 77 জন হকারের থেকে 3 লক্ষ 20 হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি 926 জন ধূমপানকারীদের থেকে 1 লক্ষ 74 হাজার টাকা ও 2 হাজার 658 জনের কাছ থেকে 5 লক্ষ 59 হাজার টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক উত্তর-পূর্ব সীমান্তে কোন কোন ডিভিশনের স্টেশন হকারমুক্ত :

উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের অধীন কাটিহার, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি-সহ 14টি রেল স্টেশন হকারমুক্ত ।

লামডিং ডিভিশনের অধীন গুয়াহাটি, কামাক্ষ্যা ও লামডিং-সহ 14টি রেল স্টেশন হকার মুক্ত ।

আলিপুরদুয়ার ডিভিশনের অধীন কোকরাঝাড়, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার-সহ 18টি রেল স্টেশন হকার মুক্ত ঘোষণা।

তিনশুকিয়া ডিভিশনের অধীন ডিব্রুগড়, নিউ তিনশুকিয়া, মরিয়ানির মতো 13টি রেল স্টেশন হকার মুক্ত ।

রঙ্গিয়া ডিভিশনের অধীন রঙ্গিয়া, গোয়ালপাড়া টাউন, নিউ বঙ্গাইগাঁও স্টেশন-সহ 16টি রেল স্টেশনকে হকার মুক্ত বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: মে মাস থেকে সপ্তাহে চার দিন চলবে বিবেক এক্সপ্রেস, জানাল উত্তর-পূর্ব রেল

আগামীতে এই ধরণের অভিযানের জন্য প্রত্যেক রেল স্টেশনে অতিরিক্ত আরপিএফ মোতায়েন করেছে রেল বলে জানা গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details