জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি : গাড়ির গোপন কুঠুরি থেকে উদ্ধার গাঁজা । শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কের গোশালামোড় থেকে উদ্ধার 75 কেজি গাঁজা । জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশের বিশেষ অভিযানে গতকাল গ্রেপ্তার হয় চার গাঁজা পাচারকারী ।
গাড়ির গোপন কুঠুরি থেকে উদ্ধার গাঁজা - কোতয়ালি থানা
শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কের গোশালামোড় থেকে উদ্ধার 75 কেজি গাঁজা । প্রাথমিক ভাবে তল্লাশি চালিয়েও গাঁজার সন্ধান পাওয়া যায়নি । এরপরেই গোপন কুঠুরিগুলির সন্ধান পায় পুলিশ । গাড়িটির নম্বর প্লেট পালটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।
![গাড়ির গোপন কুঠুরি থেকে উদ্ধার গাঁজা Ganja recovered](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5960890-472-5960890-1580867618247.jpg)
বিলাসবহুল গাড়ি । তার ডিকিতে টায়ার রাখার জায়গার নীচে সুন্দর ভাবে কুঠুরি বানানো হয়েছিল । বসার সিটের নিচেও রয়েছে কুঠুরি । দুই কুঠুরি মিলিয়ে ছিল 75 কেজি গাঁজা । গোপন সূত্রে খবর পেয়ে শহর লাগোয়া 27 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড় এলাকা থেকে গাড়িটিকে আটকায় কোতয়ালি থানার পুলিশ । ধৃতদের মধ্যে সুভাষ সরকারের (27) বাড়ি কোচবিহারে । বাকি রাজকুমার চৌধুরি (35), ভোলা মণ্ডল (22) ও মহম্মদ এরশাদ (35) বিহারের বাসিন্দা ।
প্রাথমিকভাবে তল্লাশি চালিয়েও গাঁজার সন্ধান পাওয়া যায়নি । এরপরেই গোপন কুঠুরিগুলির সন্ধান পায় পুলিশ । গাড়িটির নম্বর প্লেট পালটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।