পশ্চিমবঙ্গ

west bengal

61 জনের রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর

কোরোনা মুক্ত জলপাইগুড়ি। এর আগে 44 জনের রিপোর্ট নেগেটিভ এসেছিল। এবার নতুন করে পাঠানো 61 জনের সোয়াবের রিপোর্টও নেগেটিভ এল। স্বস্তিতে জেলার স্বাস্থ্য দপ্তর।

By

Published : May 3, 2020, 11:07 PM IST

Published : May 3, 2020, 11:07 PM IST

ETV Bharat / state

61 জনের রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর

61 people report negative in Jalpaiguri
জলপাইগুড়ি

জলপাইগুড়ি, 3 মে: 61 জনের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এল জেলায়। স্বস্তিতে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর। গত 29 ও 30 তারিখে মোট 61 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরই মধ্যে জেলায় লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না দেখে সংক্রমণের আশঙ্কা করছিলেন স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায়। তিনি এই বিষয়ে জেলাশাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের একটি বৈঠকও করেন। এরপর আজকের রিপোর্টে স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর।

গত মাসের 28 তারিখে 44 জনের রিপোর্ট নেগেটিভ এসেছিল। এরপর 29 ও 30 এপ্রিলে কোরোনা উপসর্গ থাকা 61 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেলে। আজ সেই সব কজনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেল। তবে, এখনও 1 মে ও 2 মে-র জলপাইগুড়ির সোয়াব টেস্টের রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের কাছে এসে পৌঁছায়নি। দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল নতুন করে জেলার দু'জন ডাক্তার, একজন নার্স, কোয়ারানটিন সেন্টারে থাকা ৩ জন সহ এক সিকিউরিটি গার্ডের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আজ আরও 3 জনের সোয়াবের নমুনা পাঠানো হয়।

উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় জানান, কালিম্পং জেলায় লকডাউন সবচেয়ে ভালো মানা হচ্ছে। জলপাইগুড়িতে নতুন করে কোনও পজিটিভ নেই। আলিপুরদুয়ারের 4 জনের পজিটিভ ধরার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details