পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি - রাজগঞ্জ থানা

নাবালিকার বাবা ও মা পেশায় শ্রমিক । কর্মসূত্রে বাইরে ছিলেন । অভিযোগ, সেই সুযোগে নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন ষাট বছর বয়সি প্রতিবেশী দাদু ।

jalpaiguri news
নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা

By

Published : Sep 7, 2020, 5:40 PM IST

জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর : নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে । হাতেনাতে ধরা পড়ে গণপিটুনির শিকার অভিযুক্ত দাদু । গণপিটুনির হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ । ঘটনাটি রাজগঞ্জের সন্ন্যাসীকাটা এলাকার ।

নাবালিকার বাবা ও মা পেশায় শ্রমিক । কর্মসূত্রে বাইরে ছিলেন । অভিযোগ, সেই সুযোগে নাবালিকাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন ষাট বছর বয়সি প্রতিবেশী দাদু । প্রতিবেশীরা ঘটনাটি আঁচ পেতেই ওই প্রবীণকে ধরার চেষ্টা করেন । তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দীর্ঘক্ষণ তাড়া করে ধরে ফেলে গ্রামবাসীরা । এরপর শুরু হয় পিটুনি । অভিযুক্তকে এলোপাথাড়ি মারতে শুরু করে গ্রামবাসীরা। খবর পেয়ে আসে রাজগঞ্জ থানার পুলিশ ।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় রাজগঞ্জ থানার OC খেশাং লামা । অভিযুক্তকে উদ্ধার করে রাজগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় । নির্যাতিত নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details