ধূপগুড়ি, 9 জুলাই:অমরনাথের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে আটকে পড়া ধূপগুড়ির 6 যুবককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করল ধূপগুড়ি প্রশাসন । দুর্যোগে আটকে পড়া ওই যুবকরা নিরাপদেই আছেন ৷ তাঁরা সকলেই ব্যবসায়ী ৷ প্রশাসনিক উদ্যেোগে পরিবারের সঙ্গেও কথা হয়েছে তাঁদের (6 Tourists from Dhupguri Stuck in Amarnath Cloud Burst) ৷
গত সোমবার ওই 6 যুবক ধূপগুড়ি থেকে ট্রেনে অমরনাথে রওনা দিয়েছিল । এরপর পুজো দিতে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা । আচমকা মেঘ ভাঙ্গা বৃষ্টিতে তাঁরা একে অপরের থেকে আলাদা হয়ে যান ৷ 4জনের খোঁজ মিললেও গেলেও দু’জনকে পাওয়া যাচ্ছিল না । কিছুক্ষণ পরেই 6 জনেরই খোঁজ পাওয়া যায় । ফেরে স্বস্তি ৷ ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে শনিবার ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং জানিয়েছেন ।