পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amarnath Cloud Burst: অমরনাথ দুর্যোগে আটকে জলপাইগুড়ির 6 যুবক, ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু - Amarnath Cloud Burst

শুক্রবার বিকেলে আচমকা মেঘ ভেঙে বৃষ্টি ৷ তার জেরে অমরনাথে পবিত্র গুহার কাছে জলের স্রোতে অনেকে ভেসে যান, নিখোঁজ হন ৷ তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হয় ৷ এখনও পর্যন্ত 16 জন মারা গিয়েছেন (Amarnath Cloud Burst)৷ আটকে পড়েছেন রাজ্যের একাধির তীর্থযাত্রী ৷

Amarnath Cloud Burst
6 যুবককে ফিরিয়ে আনার পক্রিয়া শুরু

By

Published : Jul 9, 2022, 2:31 PM IST

ধূপগুড়ি, 9 জুলাই:অমরনাথের মেঘ ভাঙ্গা বৃষ্টিতে আটকে পড়া ধূপগুড়ির 6 যুবককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করল ধূপগুড়ি প্রশাসন । দুর্যোগে আটকে পড়া ওই যুবকরা নিরাপদেই আছেন ৷ তাঁরা সকলেই ব্যবসায়ী ৷ প্রশাসনিক উদ্যেোগে পরিবারের সঙ্গেও কথা হয়েছে তাঁদের (6 Tourists from Dhupguri Stuck in Amarnath Cloud Burst) ৷

গত সোমবার ওই 6 যুবক ধূপগুড়ি থেকে ট্রেনে অমরনাথে রওনা দিয়েছিল । এরপর পুজো দিতে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা । আচমকা মেঘ ভাঙ্গা বৃষ্টিতে তাঁরা একে অপরের থেকে আলাদা হয়ে যান ৷ 4জনের খোঁজ মিললেও গেলেও দু’জনকে পাওয়া যাচ্ছিল না । কিছুক্ষণ পরেই 6 জনেরই খোঁজ পাওয়া যায় । ফেরে স্বস্তি ৷ ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে শনিবার ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং জানিয়েছেন ।

অমরনাথে দুর্যোগে আটকে থাকা জলপাইগুড়ির 6 যুবক

আরও পড়ুন: অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে 16, উদ্ধারে বায়ুসেনা

অমরনাথ দুর্যোগে আটকে থাকা 6 জনই সুস্থ রয়েছেন ৷ আটককে থাকা যুবকদের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে ধূপগুড়ি পৌরসভার পক্ষ থেকে ৷ প্রসঙ্গত, দুর্যোগের কারণে অমরনাথে পৌছানোর জন্য বালতাল রুট দিয়ে রওনা দিয়ে ভোর 5 টায় পবিত্র গুহার সামনের ক্যাম্পে যান তাঁরা । তারপর সেখান থেকে 9 কিলোমিটার হেঁটে বর্তমানে পঞ্চতরনি বেস ক্যাম্পে আসেন ৷ বর্তমানে সেখানেই রয়েছেন তাঁরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details