পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্মপুর গ্রাম পঞ্চায়েতও BJP-র দখলে, ময়নাগুড়ি ব্লকে কার্যত ক্ষমতা হারাল তৃণমূল - পঞ্চায়েত

ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি, মাধবডাঙা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পর ধর্মপুর দখল নেওয়ায় ময়নাগুড়ি অঞ্চলে কার্যত ক্ষমতায় নেই তৃণমূল ।

a

By

Published : Jun 30, 2019, 7:40 PM IST

জলপাইগুড়ি, 30 জুন : BJP-তে যোগ ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানসহ ছয় সদস্যের । ফলে 12টি আসন নিয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল BJP ।

ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি, মাধবডাঙা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পর ধর্মপুর দখল নেওয়ায় ময়নাগুড়ি অঞ্চলে কার্যত ক্ষমতায় নেই তৃণমূল । মোট 13টি আসন বিশিষ্ট ময়নাগুড়ির ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের 6টি আসন ছিল BJP-র এবং বাকি 7টি আসন ছিল তৃণমূলের । এরমধ্যে 6 জন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছাড়লেন । ফলে BJP-র সদস্য সংখ্যা দাঁড়াল 12 ।

গতকাল জলপাইগুড়িতে BJP-র জেলা কার্যালয়ে গিয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ 6 জন BJP-তে যোগদান করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-র জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী, জেলা নেতা ধরিত্রীমোহন রায়, বাপি গোস্বামী সহ অন্যরা ।

ABOUT THE AUTHOR

...view details