জলপাইগুড়ি, 7 জুন : 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 57 জন। জলপাইগুড়ি জেলার ঘটনা। গতকাল 19 জনের কোরোনা আক্রান্তের রিপোর্ট পজ়িটিভ আসে। আজ জেলায় নতুন করে আরও 38 জনের রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ডাক্তার, পুলিশকর্মী ও বনকর্মীরা রয়েছেন।
উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “গতকাল 19 জনের পর আজ নতুন করে 38 জনের আক্রান্তের রিপোর্ট এসেছে। তাঁদের মধ্যে কেবলমাত্র ময়নাগুড়িতে 15 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মালবাজার, নাগরাকাটা, ধুপগুড়ি ও ময়নাগুড়িতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেশি। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের একজন ডাক্তার সহ এক স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন। ময়নাগুড়ি থানার এক ASI ও এক বনকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন।“