জলপাইগুড়ি, 21 নভেম্বর : বন্যপ্রাণী পাচারের আগে গ্রেপ্তার 5 হল পাচারকারী । তারা সবাই ভুটানের বাসিন্দা বলে জানিয়েছে বনবিভাগ । ভুটান থেকে জলপাইগুড়ির নাগরাকাটা ও চালসা হয়ে প্যাঙ্গোলিনটিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । গতকাল বিকেলে নাগরাকাটা মোড়ে পাচারকারীদের গ্রেপ্তার করে বনকর্মীরা । উদ্ধার করা হয়েছে প্যাঙ্গোলিনটিকে ।
প্যাঙ্গোলিন পাচারের আগে ধৃত 5 ভুটানি - প্যাঙ্গোলিন পাচার রুখল বনদপ্তরের আধিকারিকেরা
বিস্কুটের কার্টনে প্যাঙ্গোলিন পাচারের আগে গ্রেপ্তার হল ভুটানের 5 নাগরিক । নাগরাকাটা মোড়ে তাদের গ্রেপ্তার করে বনবিভাগের টাস্কফোর্স । উদ্ধার করা হয়েছে প্যাঙ্গোলিনটিকে ।
গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল বিকেলে নাগরাকাটার কাছে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স । গ্রেপ্তার করা হয় 5 ভুটানি নাগরিককে । বিস্কুটের কার্টনে করে পাচার করা হচ্ছিল প্যাঙ্গোলিনটিকে ।
উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান তথা জলপাইগুড়ির বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, 6 লাখ টাকায় প্যাঙ্গোলিনটিকে বাংলাদেশে পাচার করার মতলব করেছিল অভিযুক্তরা । ভুটান থেকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল । প্যাঙ্গোলিনটিকে ভুটান থেকে আনা হচ্ছিল । আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।