জলপাইগুড়ি, 2 ডিসেম্বর: ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে শুক্রবার 5 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল বিএসএফ (BSF - Border Security Force)। জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের অন্তর্গত 15নং ব্যাটেলিয়নের জওয়ানদের হাতে গ্রেফতার হয় 5 বাংলাদেশি (5 Bangladeshis Arrested for Infiltration in Jalpaiguri)৷ এদিন ধৃতদের জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।
এই ঘটনায় বিএসএফের রাধাবাড়ি সেক্টরের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি জেলার গর্তশ্বরী এলাকা থেকে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয় ।