জলপাইগুড়ি, 4 নভেম্বর : চাকরিতে স্থায়ীকরণের দাবিতে 24 দিন ধরে অনশন আন্দোলনে অসুস্থ চারজন । একজনকে হাসপাতালে ভরতি করতে হয়েছে । এর আগে হাতে থালা নিয়ে জলপাইগুড়িরের প্রাণকেন্দ্রে পথ অবরোধ করেছিলেন জেলা কলেজ ক্যাজুয়াল কর্মীরা । বিগত 24 দিন ধরে আনন্দ চন্দ্র কলেজের গেটের উলটোদিকে অনশন করে আসছেন অস্থায়ী কলেজ কর্মীরা ৷ অনশনের ফলে আজ গুরুতর অসুস্থ হন এক আন্দোলনকারী । তাঁর নাম কপিলমনি সাউ ।
চাকরিতে স্থায়ীকরণের দাবিতে 24 দিন অনশন, অসুস্থ চারজন - জলপাইগুড়িতে অনশনে অসুস্থ চার
পাঁচ বছর থেকে চাকরি স্থায়ী করার দাবিতে গোটা রাজ্যজুড়ে আন্দোলন শুরু হয়েছে । রাজ্যের শিক্ষা দপ্তর ও শিক্ষামন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি ৷
চাকরি স্থায়ীকরমের দাবিতে গতমাসের 13 তারিখ থেকে অনশনে নেমেছেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির জলপাইগুড়ি জেলাশাখার কর্মীরা ৷ জলপাইগুড়ি আনন্দ চন্দ কলেজের গেটের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তাঁরা । জেলায় বহু ক্যাজুয়াল কর্মী দীর্ঘ প্রায় 20-25 বছর থেকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন । কলেজের ক্যাজুয়াল কর্মী ও অতিথি শিক্ষকদের একসঙ্গে নিয়োগ করা হয়েছিল ৷ কিন্তু কোরোনা পরিস্থিতির মধ্যে কলেজের অতিথি শিক্ষকদের চাকরি স্থায়ী করা হলেও ক্যাজুয়াল কর্মীদের চাকরিতে স্থায়ীকরণ করা হয়নি । বিগত প্রায় পাঁচ বছর থেকে চাকরি স্থায়ী করার দাবিতে গোটা রাজ্যজুড়ে আন্দোলন শুরু হয়েছে । রাজ্যের শিক্ষা দপ্তর ও শিক্ষামন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি ৷ সেই কারণেই অনশন চালিয়ে যাচ্ছেন ক্যাজুয়াল কর্মীরা ।
পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির জলপাইগুড়ি জেলা সভাপতি উত্তম সোম বলেন, "আমাদের আন্দোলন ছাড়া আর কিছু করার নেই । রাজ্যের শিক্ষামন্ত্রী একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি । আমাদের চারজন সহকর্মী অসুস্থ হয়ে পড়েছেন । তার মধ্যে একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।"