পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্যাঙ্গোলিনের আঁশ পাচার হচ্ছিল ভুটানে, গ্রেপ্তার ৪ - 4 arrested

প্যাঙ্গোলিনের আঁশ পাচারে গ্রেপ্তার ৪।

s

By

Published : Mar 28, 2019, 4:05 AM IST

জলপাইগুড়ি, ২৮ মার্চ : সিকিম থেকে ভুটানে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের আগে চারজনকে গ্রেপ্তার করল বনদপ্তর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্যপ্রাণীর দেহাংশ। সিকিমের ওই ৪ বাসিন্দাকে গ্রেপ্তার করে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।

বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা সিকিমের রংপো থেকে ভুটান যাওয়ার রাস্তায় চেকিং শুরু করেন। চেকিং করার সময় সিকিম নম্বরের একটি গাড়িকে তাঁরা আটক করেন। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্যাঙ্গোলিনের আঁশ। যার ওজন ২ কেজি ৪০০ গ্রাম। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা সিকিমের ৪ বাসিন্দাকে। তারা হল কুমার সিনহা, লাল বাহাদুর থাপা, ওয়াংশেন শেরপা ও পাশাং শেরিং ভুটিয়া।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সঞ্জয় দত্ত জানান, সিকিমের গ্যাংটক থেকে ভুটানে চড়া দামে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল প্যাঙ্গোলিনের আঁশ। ধৃতদের জেরা করে বনদপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন, সিকিমের জঙ্গলে প্যাঙ্গোলিনগুলিকে শিকার করা হয়েছিল। ধৃতরা মোট ১২টি প্যাঙ্গোলিন মেরেছিল। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

ABOUT THE AUTHOR

...view details