জলপাইগুড়ি, 18 ডিসেম্বর: উত্তর-পূর্ব সীমান্ত রেলের রঙিয়া ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য 34টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে ৷ সেই সঙ্গে 31টি ট্রেনের যাত্রাপথ বদল করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল ৷ 17-27 ডিসেম্বরের মধ্যে এই ব্যবস্থা চালু থাকবে ৷ রঙিয়া ডিভিশনে ডাবল লাইন চালু করা হচ্ছে ৷ ওই ডিভিশনে চাংসারি ও আগিয়াথুরি স্টেশনে প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজের জন্য বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে ৷ সেই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বদল ও ছোট করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের বাতিল ট্রেন
18-27 ডিসেম্বর, 2023-এর নির্ধারিত, ট্রেন নং 05810 গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার ৷ ট্রেন নং 05804 গুয়াহাটি-নিউ বঙাইগাঁও প্যাসেঞ্জার ৷ ট্রেন নং 05019 মেন্দিপথার-গুয়াহাটি স্পেশাল এবং ট্রেন নং 15601 ধুবড়ি-গুয়াহাটি এক্সপ্রেস বাতিল থাকবে ৷
17, 19, 22 ও 24 ডিসেম্বর, 2023-এর ট্রেন নং 15417 আলিপুরদুয়ার জং-শিলঘাট টাউন রাজ্যরানি এক্সপ্রেস এবং 18, 20, 23 এবং 25 ডিসেম্বর, 2023-এর ট্রেন নং 15418 শিলঘাট টাউন-আলিপুরদুয়ার জং রাজ্যরানি এক্সপ্রেস বাতিল থাকবে ৷
18, 19, 22, 25 ও 26 ডিসেম্বর, 2023-এর ট্রেন নং 12087 নাহরলগুন-গুয়াহাটি শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে ৷ 18, 21, 24 ও 25 ডিসেম্বর, 2023-এর ট্রেন নং 12088 গুয়াহাটি-নাহরলগুন শতাব্দী এক্সপ্রেস বাতিল থাকবে ৷
20-25 ডিসেম্বর, 2023-এর ট্রেন নং 22227/22228 নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বাতিল থাকবে ৷
একাধিক ট্রেনের যাত্রাপথ বদল ও সংক্ষিপ্ত করা হয়েছে
এক্ষেত্রে কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের চলাচলকারী ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে ৷
23 ডিসেম্বর, 2023-এর ট্রেন নং 15626 আগরতলা-দেওঘর জং এক্সপ্রেস
23 ডিসেম্বর, 2023-এর ট্রেন নং 15634 গুয়াহাটি-বিকানের জং এক্সপ্রেস
20-26 ডিসেম্বর, 2023-এর ট্রেন নং 12505 কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস