পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবক খুনে 3 জনের যাবজ্জীবন - Jalpaiguri

জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ ফাস্ট কোর্টে 90 দিনে চার্জশিট জমা করে পুলিশ৷ তারপরই খুনে দোষী সাব্যস্ত তিনি যুবকের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ আদালতের৷

jalpaiguri
jalpaiguri

By

Published : Nov 16, 2020, 8:52 PM IST

জলপাইগুড়ি, 16 নভেম্বর : ময়নাগুড়িতে যুবক খুনে গ্রেপ্তার তিন অভিযুক্তের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ৷ 20 অক্টোবর অভিযুক্ত তিন যুবককে দোষী সাব্যস্ত করে জলপাইগুড়ি জেলা আদালত৷ আজ অভিযুক্তদের যাবজ্জীবন কারাবাস ও 10 হাজার টাকা জরিমান করেন জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ ফাস্ট কোর্টের বিচারক অনির্বাণ চৌধুরি৷ জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেলের নির্দেশ দেন তিনি৷

23 জুলাই সকালে ময়নাগুড়ি ওভারব্রিজ এলাকার রেল লাইনের ধারে একটি গলা কাটা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ দেহটির ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ৷ মৃত ওই যুবকের নাম অরুপ বিশ্বাস৷ ওই দিন রাতেই খুনে জড়িত সন্দেহে গোপাল রায় ও লিটন গোস্বামীকে আটক করে পুলিশ৷ আটক দুই যুবককে সারারাত জেরা করে খুনের সঙ্গে জড়িত তৃতীয় ব্যক্তির নাম পায় তদন্তকারীরা৷ সেই মতো 24 জুলাই সকালে আকাশ দত্ত নামে আরও এক যুবককে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ। জেরায় খুন ও ছিনতাইয়ের কথা স্বীকার করে অভিযুক্তরা৷ তারপরই খুনে ব্যবহৃত অস্ত্র ও ছিনতাই করা মোটর বাইক, আংটি উদ্ধার করে তদন্তকারী আধিকারিকেরা৷ ময়নাগুড়ি থানার এই ঘটনার তদন্তকারী এক আধিকারিক জানান, ধারালো ছুরি দিয়ে গলা কেটে খুন করা হয় ওই যুবককে৷ তারপর ছিনতাই করে গা ঢাকা দেয় অভিযুক্তরা৷

তিনি আরও জানান, ওই চার যুবক পূর্ব পরিচিত৷ 22 জুলাই গভীর রাতে অরূপ বিশ্বাসকে বাড়ি থেকে ঢেকে নিয়ে যায় ওই অভিযুক্তরা৷ তারপর ময়নাগুড়ি পাওয়ার হাউজ় এলাকায় মদ্যপান করে। এরপরই উদ্ধার হওয়া ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলা কেটে খুন করে অভিযুক্তরা৷ তথ্য গোপন করার জন্য দেহটি ফেলে দেওয়া হয় ময়নাগুড়ি ওভারব্রিজ এলাকার রেল লাইনের ধারে৷ তারপর ছিনতাই করা জিনিসপত্র নিজেদের মধ্যে ভাগাভাগি করে গা ঢাকা দেয় ওই তিন অভিযুক্ত৷ ঘটনার তদন্তে নামার 90 দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা করে পুলিশ৷ মোট 36 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় আদালতে৷ তারপরই 20 অক্টোবর অভিযুক্ত তিন যুবককে দোষী সাব্যস্ত করে জলপাইগুড়ি জেলা আদালত৷

ABOUT THE AUTHOR

...view details