জলপাইগুড়ি, 2 জুন : জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করল জলপাইগুড়ির তিনটি সামাজিক সংগঠন । এইসঙ্গে পরিষেবা উন্নয়নে স্বাস্থ্য দফতরকে সব রকমের সাহায্যের আশ্বাস দিল জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজ়েশন, রোটারি ক্লাব করলাভ্যালি ও জলপাইগুড়ি লায়ন্স ক্লাব । এদিন জলপাইগুড়ি ওয়েলফেয়ারের পক্ষ থেকে সঞ্জয় চক্রবর্তী, লায়ন্স ক্লাবের পক্ষে সুব্রত বাগচি, রোটারি ক্লাবের পক্ষে সুজয় রায় বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন ।
জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের পক্ষে সুব্রত বাগচি বলেন, "আমরা তিনটি সংগঠন আজ উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেছি ৷ বেশকিছু অভিযোগ তোলা হয়েছে ৷ পরিষেবা উন্নয়নে প্রস্তাবও দিয়েছি । কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে, কোভিড হাসপাতালের খাওয়া-দাওয়া ভাল নয় । রোগীদের গরম জল দেওয়া হচ্ছে না । হাসপাতালে ঠিকমতো সাফাই হচ্ছে না ইত্যাদি ।"