জলপাইগুড়ি, 3 নভেম্বর: দুর্গাপুজোর সময় সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করেছিলেন ওরা (Campaign of Safe Drive Save Life During Durga Puja)৷ তারই পুরস্কার মিলল বৃহস্পতিবার ৷ জেলা পুলিশের তরফে পুরস্কৃত করা হল জলপাইগুড়ির তিন পুজো কমিটিকে(3 Puja Committees Prized for Campaign of Safe Drive Save Life)৷
Safe Drive Save Life: দুর্গাপুজোয় সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার, পুরস্কৃত জলপাইগুড়ির 3 পুজো কমিটি - দুর্গাপুজোয় সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার
পুজো মণ্ডপে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচারে মিলল পুরস্কার (Safe Drive Save Life)৷ জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচারকৃত তিন পুজো কমিটিকে দেওয়া হল পুরস্কার ৷
দুর্গাপুজোয় সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার করে পুরস্কৃত জেলার 3 পুজো কমিটি
বড় ট্রফি-সহ দেওয়া হল 25 হাজার টাকা ও মিষ্টি ৷ পুলিশ লাইনে আয়োজিত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে পুজো উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
আরও পড়ুন :বাঁকুড়ার ব্ল্যাকস্পটে পথনাটিকায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি