শিলিগুড়ি, 6 ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের । সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় (Fulbari Road Accident)। এদিন ভোরবেলায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে রোগী নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স ৷ যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের । পাশাপাশি গুরুতর আহত হয় হয় আরও তিন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন অ্যাম্বুলেন্স চালক প্রশান্ত রায় (50), যাত্রী বাপন ঘোষ (35) এবং রিতা সাহা । ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুক্তি সাহা, গোপাল কর এবং মৃদুল সাহা । অ্যাম্বুলেন্স চালক প্রশান্ত রায়ের বাড়ি ময়নাগুড়ি পেটকাটি এলাকায় । বাপন ঘোষের বাড়ি ময়নাগুড়ির সুভাষনগর এবং রিতা সাহার বাড়ি ময়নাগুড়ি মিলপাড়া এলাকায় । ঘটনায় গুরুতর আহত গোপাল করের বাড়ি সুভাষনগর এবং মৃদুল সাহার বাড়ি মিলপাড়া এলাকায় ৷
আরও পড়ুন :ট্রাফিক পুলিশ থামতে বলায় নিয়ন্ত্রণ হারালেন চালক, লরির চাকায় পিষ্ট সওয়ারি
পরিবার সূত্রে জানা গিয়েছে, মুক্তি সাহার স্ট্রোক হলে তাঁকে ময়নাগুড়ি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । ভোরবেলায় ময়নাগুড়ি হাসপাতাল থেকে রোগীকে নিয়ে পরিবার একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় । ফুলবাড়ির কাছে আসতেই উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির । সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের । ভোরবেলা রাস্তায় কুয়াশার জেরে দৃশ্য়মানতা কম থাকায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে ।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠায় । আহতদের মধ্যে দু'জনকে ভর্তি করা হয় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে । সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ । ঘটনাস্থলে পৌঁছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘাতক ট্রাক ও দুর্ঘটনাগ্রস্থ অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । পরিবারের সদস্য বিশু সাহা বলেন, "রাতে মেডিক্যালে নিয়ে যাওয়ার সময় ফুলবাড়িতে ওই দুর্ঘটনা ঘটে । ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে । ঘটনাস্থলেই তিনজন মারা যায় । বাকিদের চিকিৎসা চলছে । আরও তিনজন চিকিৎসাধীন রয়েছে ।"
আরও পড়ুন :বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু 2 স্কুলছাত্রের