পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drugs recovered : রাজধানী এক্সপ্রেসে 20 কোটির হেরোইন, নগদ 62 লাখ; গ্রেফতার দুই মহিলা সহ 3 - stf

ধৃত তিনজন ভিনরাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

20 কোটির হেরোইন
20 কোটির হেরোইন

By

Published : Aug 26, 2021, 8:35 AM IST

Updated : Aug 26, 2021, 11:03 AM IST

শিলিগুড়ি, 26 অগস্ট : রাজধানী এক্সপ্রেস মারফৎ বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা ৷ ওই মাদক ও নগদ 62 লাখ টাকা-সহ তিনজনকে গ্রেফতার করল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও রেল পুলিশ । তিনজনই ভিনরাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতদের মধ্যে দু'জন মহিলা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস বুধবার বিকেল নাগাদ নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছায় । এসটিএফের কাছে খবর থাকায় রেল পুলিশের সহযোগিতায় ট্রেনে আগে থেকেই নজরদারি বাড়ানো হয় ৷ এনজেপি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছাতেই স্নিফার ডগ দিয়ে তল্লাশি শুরু করে স্পেশাল টাস্ক ফোর্সের উত্তরবঙ্গ শাখা এবং স্টেশনের জিআরপি ৷

সেই সময় মাদক পাচারকারী সন্দেহে ট্রেন থেকে দুই মহিলাকে আটক করে তাদের কাছ থেকে 3 কেজি 870 গ্রাম হেরোইন ও নগদ 62 লাখ টাকা উদ্ধার করে এসটিএফ ও রেল পুলিশ ৷ এরপরই ওই দু'জন মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ এরপর ওই কামরা থেকেই আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ জানা গিয়েছে, ওই মাদক দিল্লিতে হাতবদলের কথা ছিল । পুলিশের চোখে ধুলো দিতেই রাজধানী এক্সপ্রেসে পাচারের ছক কষে তারা ৷ ধৃতদের একজন মণিপুরের থৌবালের বাসিন্দা মহম্মদ আজাদ খান, লিলংয়ের বাসিন্দা লেলিজান বেগম ও ইম্ফলের বাসিন্দা বাসেইমায়ুম ইয়াসিন ৷

এই বিষয়ে রাজ্য এসটিএফের উত্তরবঙ্গ শাখার ডিএসপি সুদীপ ভট্টাচার্য বলেন, "রাজধানী এক্সপ্রেস থেকে প্রায় 20 কোটি টাকার হেরোইন ও নগদ 62 লাখ টাকা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে । এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।"

প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মাদক-সহ দু'জনকে গ্রেফতার করে পুলিশ । সড়কপথে পাচারের ছক বানচাল হওয়ায় রেলপথে পাচারের পরিকল্পনা ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ ৷

আরও পড়ুন :Ganja seized in Siliguri : শিলিগুড়িতে 40 লাখ টাকার গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার 1

Last Updated : Aug 26, 2021, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details