পশ্চিমবঙ্গ

west bengal

ভুটানে পাচারের আগেই উদ্ধার 15টি তক্ষক, গ্রেপ্তার 3

By

Published : Sep 16, 2019, 2:49 PM IST

খবর ছিল 15 টি তক্ষক কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে ভুটানে পাচার করা হবে ৷ খবরের ভিত্তিতে তক্ষক পাচারকারীদের মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয় । টাকার প্রলোভনের ফাঁদে পা দেয় দলসিংপাড়া চা বাগানের তিন শ্রমিক ৷ এরপর তাদের কাছ থেকে পাওয়া যায় তক্ষকগুলি ৷

ভুটানে পাচারের আগেই উদ্ধার 15টি তক্ষক

জলপাইগুড়ি, 16 সেপ্টেম্বর : ভুটানে পাচারের আগেই উদ্ধার হল 15টি তক্ষক ৷ গ্রেপ্তার 3 পাচারকারী ৷ ধৃতদের নাম সুরজ খড়িয়া (22), অর্জুন খড়িয়া (24), ফাগু খড়িয়া (34) ৷ প্রত্যেকেই আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়ার বাসিন্দা ৷ বন বিভাগের উত্তরবঙ্গের STF - এর প্রধান তথা বৈকুন্ঠপুর বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্তের অভিযানে ধরা পড়ে তারা ৷ ধৃতদের আজ আদালতে তোলা হবে ৷

গোপন সূত্রে খবর পেয়ে STF-এর বেলাকোবার কর্মীরা দলসিংপাড়া যান ৷ খবর ছিল 15 টি তক্ষক কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান থেকে ভুটানে পাচার করা হবে ৷ খবরের ভিত্তিতে তক্ষক পাচারকারীদের মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয় । সেই ফাঁদে পা দেয় চা বাগানের তিন পাচারকারী ৷ এরপর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তক্ষকগুলি ৷ তাদের বেলাকোবায় নিয়ে এসে জেরা করা হয়েছে ।

সঞ্জয় দত্ত বলেন, "আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল । খবর পেয়ে সাদা পোশাকে দলসিংপাড়া পৌঁছে টাকার প্রলোভন দেখিয়ে পাচারকারীদের ডাকি । ১৫ টি তক্ষক নিয়ে আসে তিনজন । ওরা উত্তরবঙ্গের জঙ্গল থেকে তক্ষক ধরে ভুটানে পাচারের পরিকল্পনা করেছিল । তার আগেই ধরা পড়ে । আজ ধৃতদের আদালতে তোলা হবে এবং উদ্ধার হওয়া তক্ষকগুলিকে বেঙ্গল সাফারি পার্কে ছাড়ার জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details