জলপাইগুড়ি, 24 সেপ্টেম্বর: অন আর্মি ডিউটি লেখা গাড়িতে কাঠ পাচার করা হচ্ছিল । নাগাল্যাণ্ড থেকে বিহারে পাচার করার আগে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সেগুন কাঠ (Teak Wood Recovered) । অবৈধভাবে কাঠ পাচারের অভিযোগে গ্রেফতার একজন । উদ্ধার 216 সিএফটি কাঠ । ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা ।
জলপাইগুড়ি জেলার স্পেশাল অপারেশন গ্রুপ বিশেষ অভিযান চালিয়ে 216 সিএফটি কাঠ উদ্ধার করে । জানা গিয়েছে, আর্মি লেখা গাড়িতে সেগুন কাঠ পাচারের সময় হাতেনাতে ধরে ফেলে জলপাইগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ । শুক্রবার রাতে শহর সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় অভিযান চালিয়ে গাড়ি বোঝাই সেগুন কাঠ উদ্ধার করে স্পেশাল অপারেশন গ্রুপ । ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাজেশ কুমার নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ ।