পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রাকের ভিতরে গোপন কেবিন, উদ্ধার 200 কেজি গাঁজা - জলপাইগুড়িতে উদ্ধার গাঁজা

জলপাইগুড়িতে একটি ট্রাকের ভিতর থেকে উদ্ধার 200 কেজি গাঁজা ৷ গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালক ও সহকারীকে।

গাঁজা

By

Published : Sep 2, 2019, 3:00 AM IST

Updated : Sep 2, 2019, 7:48 AM IST

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর : প্রচুর পরিমাণ গাঁজা পাচার হবে ৷ সোর্স মারফত এই খবর পেয়ে জলপাইগুড়ির গোশালা মোড়ের কাছে জাতীয় সড়কে নজরদারি শুরু করে পুলিশ ৷ গাড়ি থামিয়ে চলছিল তল্লাশি ৷ সেই সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় প্রায় 200 কেজি গাঁজা ৷

গতকাল জাতীয় সড়কে নজরদারি চালানোর সময় একটি ট্রাককে আটকায় পুলিশ ৷ শুরু হয় তল্লাশি ৷ সেই সময় ট্রাকটির ভিতরে একটি গোপন কেবিনের খোঁজ পান পুলিশকর্মীরা ৷ যেখানে থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট ৷

দেখুন ভিডিয়ো

উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২০০ কেজি ৷ আনুমানিক বাজারমূল্য 20 লাখ টাকা ৷ গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালক ও সহকারীকে । নাম জগতার সিং (৪৫) এবং রনজিৎ সিং (৪৬) । তারা দু'জনেই পঞ্জাবের বাসিন্দা । ট্রাকটি পুর্নিয়া হয়ে বিহার যাচ্ছিল বলে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ।

Last Updated : Sep 2, 2019, 7:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details