জলপাইগুড়ি, 26 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের আগে জলপাইগুড়িতে দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোরের ৷ গুরুতর আহত হয়েছেন আরও 8 জন ৷ বিয়েবাড়িতে যোগ দিতে দিয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন বেশ কয়েকজন ৷ আহতদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
বুধবার রাতে বিয়েবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুলছাত্রের ৷ গুরুতর আহত হলেন 8 জন । বানারহাট ও চামুর্চির মাঝে ভারত-ভুটান সড়কে দুর্ঘটনাটি ঘটে (Jalpaiguri Accident)। জানা গিয়েছে, বানারহাট চা বাগান থেকে ছোট একটি গাড়ি করে নিউ ডুয়ার্স চা বাগানের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন ৷ কাঁঠালগুড়ি চা বাগান সংলগ্ন সার্ক রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি । গাড়ির সামনের আসনে থাকা দুই কিশোর অনিকেত মুন্ডা (16) এবং মোহিত মুন্ডা (16) ঘটনাস্থলেই মারা যায় । একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি ৷