পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত 2 - মালবাজার

মালবাজার থানার মধুপুর ও পূর্ব ডামডিম এলাকায় ঝড়ে বিদ্যুতের তারসহ গাছের ডাল ভেঙে মৃত দুই যুবক ।

ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত 2

By

Published : Aug 13, 2019, 12:28 PM IST

জলপাইগুড়ি, 13 অগাস্ট : ঝড়ে বিদ্যুতের তারসহ গাছের ডাল ভেঙে মৃত দুই যুবক । নাম অজয় ওরাওঁ (19) ও মকসিদুল হক (33) । মালবাজার থানার মধুপুর ও পূর্ব ডামডিম এলাকার ঘটনা । মৃত যুবকরা কুমলাই চা বাগানের বাংলা লাইন ও শালবাড়ি এলাকার বাসিন্দা ।

গতকাল রাত সাড়ে 8টা নাগাদ ঝড় ও বৃষ্টি শুরু হয় । অজয় ও মকসিদুল তখন রাস্তায় ছিলেন ৷ রাস্তার পাশে গাছ ভেঙে পড়লে গুরুতর আহত হন দু'জনেই । ঘটনায় আহতদের মাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

মালবাজার মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details