জলপাইগুড়ি, 13 ফেব্রুয়ারি : জলপাইগুড়ির কোতোয়ালীতে বেড়ে চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ম । গতকাল 2 স্থানীয় বাসিন্দার উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত দুই যুবক । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি স্টেশন রোড এলাকার সরকারি বিদ্যুৎ বিভাগের সামনে ।
বৃহস্পতিবার রাতে মদ খেয়ে একে অপরকে গালিগালাজ করছিল কয়েকজন । আর তার প্রতিবাদ করতে যায় অনির্বাণ সাহা নামে এক যুবক । পরিস্থিতি তর্কাতর্ক থেকে হাতাহাতি পর্যায়ে পৌঁছায় । তারপর দিন ঝামেলা মিটমাটের জন্য ডেকে অনির্বাণের উপর চড়াও হয় ।