পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোতোয়ালীতে দুষ্কৃতীদের হামলায় আহত 2 - Jalpaiguri Kotwali Police Station

প্রতিদিনই সন্ধের পর থেকে শুর হচ্ছে নেশার আসর । আর তার প্রতিবাদে আক্রান্ত 2, অভিযোগ স্থানীয়দের । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

কোতোয়ালীতে দুষ্কৃতীদের হামলায় আহত 2
কোতোয়ালীতে দুষ্কৃতীদের হামলায় আহত 2

By

Published : Feb 13, 2021, 2:29 PM IST

জলপাইগুড়ি, 13 ফেব্রুয়ারি : জলপাইগুড়ির কোতোয়ালীতে বেড়ে চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ম । গতকাল 2 স্থানীয় বাসিন্দার উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত দুই যুবক । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি স্টেশন রোড এলাকার সরকারি বিদ্যুৎ বিভাগের সামনে ।

বৃহস্পতিবার রাতে মদ খেয়ে একে অপরকে গালিগালাজ করছিল কয়েকজন । আর তার প্রতিবাদ করতে যায় অনির্বাণ সাহা নামে এক যুবক । পরিস্থিতি তর্কাতর্ক থেকে হাতাহাতি পর্যায়ে পৌঁছায় । তারপর দিন ঝামেলা মিটমাটের জন্য ডেকে অনির্বাণের উপর চড়াও হয় ।

স্থানীয়দের অভিযোগ, সন্ধের পর থেকেই সরকারি দপ্তরের আশেপাশে কিংবা ক্যাম্পাসে প্রায়ই নেশার আসর বসছে । সঙ্গে চলছে অসামাজিক কাজকর্ম । অভিযোগ পেয়ে পুলিশ গতরাতেই সরকারি দপ্তরে হানা দেয় ।

আরও পড়ুন : গড়ফায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 1

অভিযোগ, আলোচনার নামে ডেকে অনির্বাণের মাথায় কাঁচের বোতল দিয়ে আঘাত করে । অপর একজনকে চাকু দিয়ে আঘাত করে । এই ঘটনার কথা কোতোয়ালী থানায় অনির্বাণ লিখিত অভিযোগ দায়ের করে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details