জলপাইগুড়ি, 23 জুলাই: কৃষি জমিতে ধানের চারা রোপণ করার সময় বাজ পড়ে মৃত্যু হল দুই কৃষকের। পৃথক দু'টি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাহাড়পুর ও ক্রান্তি ব্লকের মৌলানীতে ৷ পৃথক দু'টি মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ৷ মৃত কৃষকরা হলেন সুভাষ রায় ও রবি রায়। মৃত সুভাষ রায় (45) জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর হাকিমপাড়ার বাসিন্দা । মৃত রবি রায় (24) ক্রান্তি ব্লকের মৌলানীর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছে আরও দু'জন ৷
ক্রান্তি ব্লকের মৌলানীর বাসিন্দা মৃত রবি রায়ের কাকা গয়ানাথ রায় বলেন, " প্রতিদিনের মতো রবি ধানের জমিতে কাজ করছিল। বর্ষার মরসুম ৷ হঠাৎই আকাশ কালো করে আসে ৷ বৃষ্টিও নামে ৷ আচমকাই বিকট আওয়াজ করে বাজ পড়ে ৷ ফাঁকা জমিতে বাজ পড়ে তাঁর উপরে ৷ সেখানেই লুটিয়ে পড়েন রবি ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।"