পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নার্স নিগ্রহে গ্রেপ্তার 2 - nurse harassment at Jalpaiguri Super pecialty Hospital

পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

Arrest 2 of nurse harassment
জলপাইগুড়ি

By

Published : Sep 7, 2020, 5:50 PM IST

Updated : Sep 7, 2020, 8:53 PM IST

জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর : কর্তব্যরত নার্সের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার দুই ভাই। ধৃতরা হলেন প্রলয় দাস ও বিশ্বজিৎ দাস৷ দুজনেই শাসকদল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। গতকাল রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্ত্যবরত এক নার্সের সঙ্গে দুই ভাই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ধৃত দুই ভাই হলেন প্রলয় দাস ও বিশ্বজিৎ দাস। ধৃতদের বাড়ি মোহিতনগরে৷

জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্করের অভিযোগ, গতকাল রাতে দুই ব্যক্তি চিকিৎসার জন্য সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের ইঞ্জেকশন নেওয়ার জন্য এমার্জেন্সিতে পাঠান। সেখানে নার্স ইঞ্জেকশন দিতে গেলে আহত ব্যক্তিরা বচসা শুরু করে। প্রলয় দাস ও বিশ্বজিৎ দাস নার্সের সঙ্গে দুর্ব্যবহার করে তো বটেই, এমনকী তাঁর গায়েও হাত দেয়।

জলপাইগুড়িতে দুই ব্যক্তির বিরুদ্ধে নার্সের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।

ডাঃ গয়ারাম নস্কর বলেন, "হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ঝামেলা থামাতে গেলে তাঁদেরকেও ধাক্কাধাক্কি করে প্রলয় দাস ও বিশ্বজিৎ দাস। এরপরই ওই ব্যক্তিদের আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।"

এই ঘটনায় হাসপাতালের তরফে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সুপার জানান, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু, গতকালের ঘটনাটি মারাত্মক আকার ধারণ করায় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ।

প্রলয় দাস ও বিশ্বজিৎ দাসের আইনজীবী সাগ্নিক শঙ্কর সিকদারের দাবি, "আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ, তারা কর্তব্যরত নার্সের গায়ে হাত দিয়েছে। সম্পুর্ণ মিথ্যা অভিযোগ। আগামী 10 তারিখে ফের জামিনের জন্য আবেদন করা হবে।"

Last Updated : Sep 7, 2020, 8:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details