জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর : কর্তব্যরত নার্সের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে গ্রেপ্তার দুই ভাই। ধৃতরা হলেন প্রলয় দাস ও বিশ্বজিৎ দাস৷ দুজনেই শাসকদল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। গতকাল রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কর্ত্যবরত এক নার্সের সঙ্গে দুই ভাই দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ধৃত দুই ভাই হলেন প্রলয় দাস ও বিশ্বজিৎ দাস। ধৃতদের বাড়ি মোহিতনগরে৷
জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্করের অভিযোগ, গতকাল রাতে দুই ব্যক্তি চিকিৎসার জন্য সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের ইঞ্জেকশন নেওয়ার জন্য এমার্জেন্সিতে পাঠান। সেখানে নার্স ইঞ্জেকশন দিতে গেলে আহত ব্যক্তিরা বচসা শুরু করে। প্রলয় দাস ও বিশ্বজিৎ দাস নার্সের সঙ্গে দুর্ব্যবহার করে তো বটেই, এমনকী তাঁর গায়েও হাত দেয়।