পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tokay Gecko Smuggling : নেপালে পাচারের আগেই উদ্ধার তক্ষক ও হাতির দেহাংশ, গ্রেফতার দুই

বন দফতর, পুলিশ ও সশস্ত্র জওয়ানদের পৃথক অভিযানে উদ্ধার হাতির দেহাংশ ও তক্ষক । গ্রেফতার দুই অভিযুক্ত । উদ্ধার হওয়া তক্ষক ও হাতির দেহাংশগুলি নেপালে পাচার করা হচ্ছিল (Forest Depart Rescue) ।

Forest Depart Rescue
উদ্ধার হাতির দেহাংশ ও তক্ষক

By

Published : Mar 10, 2022, 8:50 PM IST

শিলিগুড়ি, 10 মার্চ :পুলিশ, বন দফতর ও সশস্ত্র সীমা বল-এর জওয়ানদের পৃথক অভিযানে উদ্ধার হাতির দেহাংশ ও তক্ষক । ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তক্ষকগুলি নেপালে পাচার করা হচ্ছিল (Siliguri Ssb And Forest Department)।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার এসএসবির 41 নম্বর ব্যাটেলিয়নের গোয়েন্দা বিভাগ ও বন দফতর শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি বাজারে অভিযান চালায় । এই অভিযানে সন্দেহভাজন 1 ব্যক্তিকে আটক করে । ধৃতের নাম নিত্যানন্দ শীল । ধৃতদের কাছ থেকে একটি ছোট খাঁচার মধ্যে থেকে উদ্ধার হয়েছে একটি তক্ষক । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে ওই তক্ষকটি নেপালে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল ।

আরও পড়ুন:হাতির দাঁত পাচারকারীদের সঙ্গে জঙ্গি যোগ !

অপরদিকে, ঘোষ পুকুর এলাকা থেকে হাতির দাঁত পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বন দফতর । তাদের জিজ্ঞাসাবাদ করেই ফাঁসিদেওয়ার হাঁসখোয়া এলাকার একটি বাড়িতে হানা দেয় বন দফতর । সেই বাড়িটি তল্লাশি করে হাতির দেহাংশ পাওয়া গিয়েছে । ইতিমধ্যেই বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম জ্যান্ডার ওঁরাও । এই প্রসঙ্গে ফাঁসিদেওয়া বন দফতরের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "এখনই বিষয়ে এখন কিছু বলা সম্ভব নয় । তবে দুটো ঘটনারই তদন্ত চলছে । ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details