জলপাইগুড়ি, 13 জুন : জলপাইগুড়িতে 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 14 জন । আজ সন্ধ্যায় রিপোর্ট আসে । স্বাস্থ্যবিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলায় এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 200 । ইতিমধ্যে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 102 জন ।
জলপাইগুড়িতে কোরোনায় আক্রান্ত আরও 14 - জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত আরও 14
জলপাইগুড়িতে নতুন করে কোরোনায় আক্রান্ত 14 জন । মোট সংখ্যা 200 ।
jalpaiguri
শেষ এক সপ্তাহে কোরোনা আক্রান্তের সংখ্যা জেলায় 100 ছাড়িয়েছে । আজ আবার নতুন করে কোরোনা সন্দেহে 155 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর ।
কোরোনা মোকাবিলার উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “আজ জলপাইগুড়িতে 863 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। যাঁরা কোরোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ।”