ধুপগুড়ি, 20 জানুয়ারি : বিয়েবাড়ির আনন্দ নিমেষে পরিণত হয়েছে শ্মশানের হাহাকারে ৷ বোল্ডারবাহী লরির সঙ্গে যাত্রীবাহী মারুতি ভ্যান ও টাটা ম্যাজিকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ধুপগুড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া 14 জন ৷ তার মধ্যে 7 জনের বাড়ি চড় চূড়াভান্ডার এলাকায় ৷ তার মধ্যে বাবা ও দুই ছেলে সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে ৷
চূড়াভান্ডারের মৃত 7 জনের মধ্যে 2 শিশু, 4 পুরুষ ও একজন মহিলা আছেন ৷ হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কয়েকজন ৷ দুর্ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন অল্টো গাড়ির চালক ৷ দীর্ঘ 2 ঘণ্টা বোল্ডারের তলায় চাপা পড়েছিলেন তিনি ৷ তাঁর চোখে মুখেও এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট ৷