পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে - বোল্ডারবাহী লরির সঙ্গে যাত্রীবাহী মারুতি ভ্যান ও টাটা ম্যাজিকের সংঘর্ষ

মঙ্গলবার ধুপগুড়িতে ছিল বৌভাতের অনুষ্ঠান । সেই অনুষ্ঠানেই যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে । অনুষ্ঠান বাড়ির চিত্র শোকের আবহে বদলে যায়৷

পথ দুর্ঘটনায় মৃত 14
পথ দুর্ঘটনায় মৃত 14

By

Published : Jan 20, 2021, 12:08 PM IST

ধুপগুড়ি, 20 জানুয়ারি : বিয়েবাড়ির আনন্দ নিমেষে পরিণত হয়েছে শ্মশানের হাহাকারে ৷ বোল্ডারবাহী লরির সঙ্গে যাত্রীবাহী মারুতি ভ্যান ও টাটা ম্যাজিকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ধুপগুড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া 14 জন ৷ তার মধ্যে 7 জনের বাড়ি চড় চূড়াভান্ডার এলাকায় ৷ তার মধ্যে বাবা ও দুই ছেলে সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে ৷

চূড়াভান্ডারের মৃত 7 জনের মধ্যে 2 শিশু, 4 পুরুষ ও একজন মহিলা আছেন ৷ হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কয়েকজন ৷ দুর্ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন অল্টো গাড়ির চালক ৷ দীর্ঘ 2 ঘণ্টা বোল্ডারের তলায় চাপা পড়েছিলেন তিনি ৷ তাঁর চোখে মুখেও এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট ৷

পথ দুর্ঘটনায় মৃত 14

সোমবার রানিরহাট মোড় সংলগ্ন চড় চূড়াভান্ডার গ্রামের জয়া রায়ের সঙ্গে ধুপগুড়ি লাল স্কুল সংলগ্ন এলাকার বিকাশ রায়ের বিয়ে হয় । মঙ্গলবার ধুপগুড়িতে ছিল বৌভাতের অনুষ্ঠান । সেই অনুষ্ঠানেই যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে । মুহূর্তের মধ্যে অনুষ্ঠান বাড়ির চিত্র শোকের আবহে বদলে যায় ৷

আরও পড়ুন :- ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 14

অল্টো গাড়ির চালক বাপ্পা বলছেন, বোল্ডার বোঝাই গাড়ির গতিবেগ ছিল প্রায় 100 কিলোমিটার ৷ প্রবল গতিতে প্রথমে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দুটি গাড়িতে ধাক্কা মারার পর পালটি খেয়ে যায় ৷ তখনই বোল্ডারের তলায় চাপা পড়ে অল্টো গাড়িটি ৷

ABOUT THE AUTHOR

...view details