ধুপগুড়ি, 20 জানুয়ারি : বোল্ডারবাহী লরির সঙ্গে যাত্রীবাহী মারুতি ভ্যান ও টাটা ম্যাজিকের সংঘর্ষ। দুর্ঘটনায় 14 জনের মৃত্যু। আহত 17 জন। গতরাতে ময়নাগুড়ি-ধুপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের জলঢাকা সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জারি করা হয় পিএমও-র তরফে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এর পাশাপাশি পিএমও-র তরফে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আতদের জন্য 50 হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
জলপাইগুড়ির এএসপি সুমন্ত রায় জানিয়েছেন, গতরাতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ডানদিকে উলটে যায় বোল্ডারবাহী একটি ট্রাক। ভুল দিকে থেকে আসা অপর দুটি গাড়ি ওই ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বোল্ডার উলটে যায় ওই দুই গাড়িতে। ট্রাকের সামনে থাকা অপর একটি ছোটো লরিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত। মোট চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
অ্য়াম্বুলেন্সে তোলা হচ্ছে আহতকে
তিনি আরও জানান, খবর পাওয়ার দশ মিনিটের মধ্যেই দল নিয়ে ঘটনাস্থানে পৌঁছান ধুপগুড়ির সার্কেল ইন্সপেক্টর। একাধিক ক্রেন নিয়ে যাওয়া হয়। কুয়াশার কারণে কম দৃশ্যমানতার জেরে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 13
খবর পেয়ে স্থানীয়রাও ঘটনাস্থানে আসেন। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। এএসপি জানিয়েছেন, রাস্তা এখন পরিষ্কারয ট্রাক চালককে আটক করা হয়েছে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।