আলিপুরদুয়ার,17 অগাস্ট : 13টি হরিণের শিং উদ্ধার করল বনবিভাগ ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। SSB ও বনবিভাগের যৌথ অভিযানে সাফল্য পাওয়া গেল। আজ বিকেলে হরিণের 13টি শিং উদ্ধার করে SSB ফালাকাটার 17 নং ব্যাটেলিয়নের জওয়ান ও বনদপ্তরের জলদাপাড়া পশ্চিম রেঞ্জের কর্মীরা ।
আলিপুরদুয়ার হরিণের 13টি শিং উদ্ধার, ধৃত 3 - হরিনের শিং উদ্ধার
SSB ও বনবিভাগের যৌথ অভিযানে হরিণের 13টি শিং উদ্ধার হল ৷ এই ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করল বনবিভাগ ৷
এদিন আলিপুরদুয়ারের সোনাপুর থেকে তিন পাচারকারীর দলকে তাড়া করে রাঙ্গালিবাজনায় আটকায় SSB জওয়ানরা। বন্যপ্রাণীর দেহাংশ কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জলদাপাড়া জাতীয় উদ্যান বিভাগ সূত্রে খবর।
ধৃতদের কাছ থেকে হরিণের শিং সহ বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোটো গাড়ি ও একটি মোটরবাইক । ধৃতরা হলেন দিঘলটাড়ির সিকন্দর আলি, ময়নাগুড়ির সিঙ্গিমারির আজিজুল হক ও সোনাপুরের বাসিন্দা বাবলা বর্মণ । জলদাপাড়া জাতীয় উদ্যান বিভাগ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে । ধৃতদের মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।