পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধ দেবপাড়া চা বাগান, কর্মহীন ১০০০ শ্রমিক - jobless

শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল বানারহাট এলাকার দেবপাড়া চা বাগান। কর্মহীন হল ১০০০ শ্রমিক।

বন্ধ দেবপাড়া চা বাগান

By

Published : Mar 4, 2019, 12:14 PM IST

জলপাইগুড়ি, ৪ মার্চ : শ্রমিক-মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল বানারহাট এলাকার দেবপাড়া চা বাগান। গতকাল সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়েই বাগান বন্ধ করে চলে যায় মালিকপক্ষ।

চা বাগানের শ্রমিকরা সুখা মরশুমে (শীতকাল) অর্ধদিবস কাজ করে থাকেন। কিন্তু গতবছর চা বলয়ে সুখা মরশুমে শ্রমিকদের পূর্ণদিবস কাজ করার জন্য মালিকপক্ষ আলোচনা করে। ঠিক হয় ১ মার্চ থেকে শ্রমিকদের পূর্ণদিবস কাজ করতে হবে। মালিকপক্ষের এই সিদ্ধান্তে কোনওরকম অসম্মতি জানায়নি শ্রমিকপক্ষ। তবে, তারা জানায়, বকেয়া মেটালেই শুরু হবে পূর্ণদিবস কাজ। কিন্তু মালিকপক্ষ বকেয়া না মেটানোয় পূর্ণদিবস কাজ শুরু করতে অসম্মতি জানায় শ্রমিকরা। অভিযোগ, সেই কারণেই গতকাল সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে মালিকপক্ষ বাগান বন্ধ করে চলে যায়।

এবিষয়ে বানারহাট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় বাগানের তরফে পুলিশকে কিছু জানানো হয়নি। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানানো হয় পুলিশের তরফে।

ABOUT THE AUTHOR

...view details