পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে কোরোানা আক্রান্ত আরও 10, সুস্থ অধিকাংশই - জলপাইগুড়ি স্বাস্থ্যদপ্তর

জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত আরও 10 জন । তবে আক্রান্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়েছেন ।

jal
jal

By

Published : Jun 27, 2020, 3:46 PM IST

জলপাইগুড়ি, 27 জুন : জলপাইগুড়ি জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত আরও 10 । জেলা স্বাস্থ্যদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সংশ্লিষ্ট জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 328 ।

তবে সংক্রিমতের মধ্যে অধিকাংশই সুস্থ হয়েছেন । জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা হাসপাতালে কোরোনামুক্ত হয়েছেন 232 জন । স্বাস্থ্যদপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা হাসপাতালে এখনও পর্যন্ত 8737 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । তাঁদের মধ্যে 328 জন COVID-19 পজ়িটিভ ।

বর্তমানে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে 52জন কোরোনা আক্রান্ত চিকিৎসাধীন । ভিন রাজ্য ফেরত 2004 জনকে স্বাস্থ্যদপ্তর পর্যবেক্ষণে রেখেছে । তাঁরা প্রত্যেকেই হোম কোয়ারানটিনে রয়েছেন । সদর ব্লকে 395 জন, মেটেলিতে রয়েছেন 381 জন, ময়নাগুড়িতে 321 জন ও ধুপগুড়িতে 221জন হোম কোয়ারানটিনে রয়েছেন ।

স্বাস্থ্য দপ্তরের কোরোনা মোকাবিলার উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “আমরা আশা করছি জুলাই মাসের মধ্যে সংক্রমণের হার কমে যাবে । তবে আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে । মাস্ক পরতে হবে । কোরোনা সংক্রমণ এড়াতে মাস্ক এবং সামাজিক দূরত্বই এখন বড় দাওয়াই।”

ABOUT THE AUTHOR

...view details