জলপাইগুড়ি, 17 মে : কোভিড সংক্রান্ত কড়া বিধিনিষেধ কার্যকর করতে জলপাইগুড়ি শহরে কড়া ভূমিকায় দেখা গেল জেলা পুলিশকে । লকডাউনে নির্দিষ্ট সময়ের পরেও দোকান খোলা রাখার অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । পুলিশ দেখে দোকান ফেলে পালালেন দোকানদারেরা ।
গতকাল থেকে শহরজুড়ে ব্যবসায়ীদের সর্তক করেছিলেন জলপাইগুড়ির ডেপুটি ম্যাজিস্ট্রেট ও পুলিশ । এরপরেও এদিন শহরের একাংশে দোকান খোলা ছিল । পুলিশকে দেখেই তড়িঘড়ি দোকান বন্ধ করলেন অনেকে । কেউ আবার দোকান ফেলেই পিঠটান দিলেন ৷ জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়া, মার্চেন্ট রোড, পিসি শর্মা, উকিল পাড়া, কদমতলা, স্টেশন বাজারে চলে পুলিশেই অভিযান ।