জলপাইগুড়ি, 4 সেপ্টেম্বর : হাতির হানায় মৃত্যু হল এক চা শ্রমিকের ৷ আহত আরও তিন ৷ গতকাল সকালে জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার কুমলাই চা বাগানে ঘটনাটি ঘটে ৷
গতকাল সকাল 9টা নাগাদ একটি হাতি কুমলাই চা বাগানে ঢুকে পড়ে ৷ তখন সেখানে শ্রমিকরা কাজ করছিলেন ৷ হাতিকে দেখতে ভিড় জমে যায় ৷ সেই সময় একজনকে তুলে আছাড় মারে হাতিটি ৷ বনকর্মীদের খবর দেওয়া হয় ৷
জলপাইগুড়ির কুমলাই চা বাগানে হাতির হানা ৷ দেখুন ভিডিয়ো... স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় । পরে আরও দু'জন জখম হন । তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷
ঘটনাস্থানে আসেন বনদপ্তরের কর্মীরা, পুলিশ, SSB জওয়ানরা ৷ ঘুমপাড়ানি গুলি করার চেষ্টা করলেও তা বিফলে যায় ৷ হাতিটি চা বাগানের পাশের জঙ্গলে ঢুকে যায় ৷