জলপাইগুড়ি, 6 জানুয়ারি: জলপাইগুড়ি শহরে একটি গাড়ির ধাক্কায় মৃত হল এক যুবক। আহত বেশ কয়েকজন। রবিবার রাতে একটি জা়ইলো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একের পর এক সাইকেল আরোহী ও তিনজন পথচারীদের ধাক্কা দিয়ে শেষে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। সুমিত লামা নামে এক ব্যক্তি ঘটনাস্থানেই মারা যান ।
বেপরোয়া গতির বলি, দুর্ঘটনায় মৃত 1 - জলপাইগুড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কা
ফের বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারাল এক যুবক । জলপাইগুড়ি শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় রবিবার রাতে মৃত্যু হল এক যুবকের। আহত বেশ কয়েকজন ।
স্থানীয় সূত্রে যানা গিয়েছে, রবিবার গভীর রাতে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় থেকে পুলিশ লাইনের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি জা়ইলো গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একাধিক পথচারীদের ধাক্কা মারে । শেষমেশ পুলিশ লাইন এলাকায় একটি ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। পুলিশ লাইন এলাকার বাসিন্দা সুমিত লামা নামে এক যুবক ঘটনাস্থানে মারা যান । পথচারী এক বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে জলপিপি মহিলা থানার সামনে।
ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ির ভেতরে থাকা চালককে উদ্ধার করে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করেন ৷