পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিবপুরে যুবককে গুলি করে খুন - শিবপুরে খুন আকবর আনসারি

আকবর কলকাতার এক দোকানে কাজ করত । আজ সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী গুলি করে খুন করে তাঁকে । শিবপুরের ঘটনা ।

ছবি
ছবি

By

Published : Jun 5, 2020, 10:23 PM IST

শিবপুর, 5 জুন : বাইকে এসে যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা । মৃতের নাম আকবর আনসারি (28) । শিবপুরের পি এম বস্তির ঘটনা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কলকাতার একটি দোকানে কাজ করতেন আকবর । আজ সন্ধ্যায় পাড়ায় একটি দোকানের সামনে বসেছিলেন তিনি । সন্ধ্যা সাড়ে ছ'টার দিকে বাইকে কয়েকজন দুষ্কৃতী আসে । তাদের মধ্যেই একজন আকবরকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি । স্থানীয় বাসিন্দা গুড্ডু বলেন, "ঘটনার পরই একটি ফোন আসে । জানতে পারি খুন হয়েছে আকবর । পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । আকবর এলাকায় গরিবদের জন্য অনেক কাজ করত । কিন্ত কী কারণে তাকে খুন করা হল সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না ।" ঘটনায় শাহরুখ নামে একজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মৃতের দিদি আফসানা খাতুন । তিনি বলেন, "শাহরুখ এলাকায় গুন্ডামি করে বেড়ায় । ওই আমার ভাইকে গুলি করেছে । গুলির আওয়াজ শুনে যখন ছুটে যাই তখন শাহরুখের গলা শুনতে পেয়েছিলাম ।"

স্থানীয়রা তড়িঘড়ি নিকটবর্তী জৈন হাসপাতালে নিয়ে যায় আকবরকে । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details