পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Died by Suicide: প্রেমে ব্যর্থ যুবকের আত্মহত্যা, হাওড়ার তাঁতিপাড়া লেনে শোকের ছায়া - প্রভাত মাকাল

সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলেন প্রেমিকা ৷ সেই আঘাত সহ্য না-করতে পেরে আত্মঘাতী হাওড়ার যুবক (Youth Died by Suicide) ৷ এমনটাই অভিযোগ মৃতের পরিবারের ৷

Youth Died by Suicide
হাওড়ার যুবকের আত্মহত্যা

By

Published : Feb 27, 2023, 8:19 PM IST

প্রেমে ব্যর্থ যুবকের আত্মহত্যা

হাওড়া, 27 ফেব্রুয়ারি:এক বছরের প্রেম ভেঙে যাওয়ার ধাক্কা সামলাতে না-পেরে আত্মঘাতী হলেন এক যুবক । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে রবিবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার তাঁতিপাড়া লেনে । মৃত যুবকের নাম প্রভাত মাকাল (33) । পুলিশের দাবি, প্রেমে ব্যর্থ হয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হন ওই যুবক । পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, প্রভাতের সঙ্গে কোচবিহার নিবাসী এক তরুণীর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল । ইদানিং ওই তরুণী এই সম্পর্ক থেকে প্রভাতকে বেরিয়ে আসার জন্য বলেছিলেন । পাশাপাশি তাঁকে বিরক্ত করতেও বারণ করেছিলেন । আর এতেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই যুবক বলে পরিবার জানায় (Youth Died by Suicide due to turmoil in relationship)।

পুলিশ সূত্রের খবর, তরুণীর বিরুদ্ধে যুবকের পরিবারের তরফ থেকে এখনও লিখিত অভিযোগ দায়ের করা না-হলেও এই ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে । যদিও যুবকের পরিবারের তরফে মৃতের মা জানান, তাঁর ছেলের সঙ্গে ওই তরুণীর দীর্ঘ প্রায় এক বছরের সম্পর্ক ছিল । 2022 সালে তাঁর ছেলে ও বন্ধুরা মিলে দার্জিলিং বেড়াতে গিয়ে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় । এরপর থেকে তাঁর ছেলের সঙ্গে ওই তরুণীর ভালবাসার সম্পর্ক তৈরি হয়েছিল । ইদানীং ওই তরুণী প্রভাতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিলেন না । ফোন বন্ধ করে দিয়েছিলেন । ছেলে কোচবিহারে গিয়ে তরুণীর সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক রাখার চেষ্টা করেন ৷ তারপরেও ওই তরুণী সেই সম্পর্ক রাখতে চাইছিলেন না-বলে তিনি জানান । এই কারণেই তাঁর ছেলে মানসিক অবসাদে এমন কাণ্ড ঘটিয়েছে বলেই অভিযোগ করেন প্রভাতের মা।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা প্রভাতের মোবাইল ফোন ব্যস্ত থাকত। মেয়েটিকে অর্থ, শাড়ি ও বিভিন্ন দ্রব্য প্রভাত সময়ে সময়ে কুরিয়ার করে পাঠাতেন। তবে সন্ধ্যেবেলাতেও প্রভাতের আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি । হঠাৎ করে এই আত্মহত্যার ঘটনাতে স্বভাবতই পরিবারের লোকেরাও অবাক হয়ে যান । গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুমের ওষুধ খেয়েই আত্মহত্যা করেছে প্রভাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । প্রভাতের ঘর থেকে ওষুধের প্যাকেট এবং মোবাইল থেকে ওই ওষুধের ছবি উদ্ধার করা হয়েছে । সম্ভাব্য সব দিক বিবেচনা করেই তদন্তের কাজ করা হবে বলেই চ্যাটার্জিহাট থানা সূত্রে খবর । মৃতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের বিষয়েও তদন্ত করে দেখা হবে বলে জানা যাচ্ছে পুলিশের তরফে ।

আরও পড়ুন:বাইক রেখে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের, রোখার চেষ্টা করেও ব্যর্থ প্রত্যক্ষদর্শী

ABOUT THE AUTHOR

...view details