পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিবপুরে ফের চোর সন্দেহে গণপিটুনি - mass beaten

ফের চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি শিবপুর শবদাহ গঙ্গার ঘাট সংলগ্ন এলাকার।

আহত যুবক

By

Published : Feb 24, 2019, 7:52 PM IST

হাওড়া, ২৪ ফেব্রুয়ারি: ফের চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি শিবপুর শবদাহ গঙ্গার ঘাট সংলগ্ন এলাকার। এদিকে অভিযান চালিয়ে আজ দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে শিবপুর থানার পুলিশ।

আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ গঙ্গার ঘাটে চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় শিবপুর থানার পুলিশ। আহত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে তারা।

শুক্রবারই শিবপুর এলাকায় চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় পুলিশ শেখ সাকিব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ আদালতে তোলা হলে তার চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়।

এদিকে গুজবে কান দিয়ে কোনও ব্যক্তিকে মারধর করার বিরুদ্ধে গতকাল প্রচার চালায় শিবপুর থানা। লিফলেট বিলির পাশাপাশি মাইকিং-ও করা হয়।

ABOUT THE AUTHOR

...view details