হাওড়া, ১৯ ফেব্রুয়ারি : চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হল এক যুবককে। ঘটনাটি হাওড়া থানার গোপাল চন্দ্র মুখার্জি লেনের। প্রহৃত ওই যুবককে হাওড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
হাওড়ায় চোর সন্দেহে যুবককে গণপিটুনি - চোর
হাওড়ায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়া হল।
গোপাল মুখার্জি লেনের বাসিন্দারা জানিয়েছে, সকাল থেকে ওই যুবক এলাকায় ঘোরাঘুরি করছিল। দুপুর সাড়ে বারোটা নাগাদ সে এলাকারই একটি বাড়িতে ঢুকে পড়ে। সেই বাড়ির উপরতলায় উঠছিল সে। বাড়ির মহিলা জিজ্ঞাসা করায় সে জানায়, একজনকে খুঁজতে এসেছিল। ভুল করে বাড়িতে ঢুকে পড়েছে। এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের গলিতে ঢোকে। সেখানে একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। অভিযোগ, সেই সিলিন্ডার নিয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় এলাকার লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। শুরু হয় মারধর। গাছের সঙ্গে বেঁধে চলতে থাকে প্রহার।
হাওড়া পুলিশ সূত্রে খবর, ওই যুবকের পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করা হয়। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ওই যুবক মানসিক ভারসাম্যহীন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।