বাঁকড়া, 24 জুন : বেশ কয়েকদিন ধরেই সম্পর্কে চিড় ধরেছিল ৷ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে প্রেমিকাকে এড়িয়ে যেতে শুরু করে প্রেমিক ৷ এরপর প্রেমিকার ফোন পেয়ে বাইরে বেরিয়ে আসতেই শুরু হয় বচসা ৷ তার জেরেই প্রেমিকার ব্লেডের আঘাতে আক্রান্ত হল প্রেমিক ৷ প্রকাশ্য রাস্তায় ব্লেড চালাল প্রেমিকা ও তার দাদা । ঘটনাটি হাওড়ার বাঁকড়া এলাকার । এই ঘটনায় প্রেমিকার দাদাকে আটক করেছে পুলিশ ।
বাঁকড়ার পেয়াদাপাড়ার বস্ত্র ব্যবসায়ী শেখ আফসার আলির (২১) সঙ্গে পাশের মণ্ডল পাড়ার বাসিন্দা নাজ খাতুনের (19) এক বছর ধরে প্রেমের সম্পর্ক । দুজনকে প্রায়ই রাস্তার ধারে দাঁড়িয়ে গল্পগুজব করতে দেখা যেত ।
আক্রান্ত যুবক শেখ আফসারের কথায়, মঙ্গলবার রাতে স্থানীয় একটি জিমে থাকাকালীন তাঁকে ফোন করে বটতলা এলাকায় ডাকে প্রেমিকা নাজ খাতুন । ফোন দেওয়া নেওয়া নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বচসা ৷ তখনই নাজ তার দাদাকে ফোন করে ডাকে ।
এরপরই বাদানুবাদ চলাকালীন নাজ আফসারকে ব্লেড দিয়ে আক্রমণ করে । তার দাদা আসতেই সেও একইভাবে আফসারকে ব্লেড দিয়ে আঘাত করে । গোটা ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে । আফসারের বুক এবং ডান হাত থেকে রক্ত ঝরতে থাকে । এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় ।