পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আত্মঘাতী যুবক, তদন্তে পুলিশ - Chandan Kumar

শুক্রবার গভীর রাতে গলায় তোয়ালে জড়িয়ে চন্দন কুমার নামে 23 বছরের এক যুবক আত্মহত্যা করেন৷বি গার্ডেন থানার পুলিশ এসে দরজা ভেঙে চন্দনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে ।

চন্দন

By

Published : Sep 15, 2019, 5:00 AM IST

হাওড়া, 15 সেপ্টেম্বর : প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী যুবক । শুক্রবার গভীর রাতে গলায় তোয়ালে জড়িয়ে চন্দন কুমার নামে 23 বছরের এক যুবক আত্মহত্যা করেন৷ চন্দন কুমার দক্ষিণ হাওড়ার কোলে মার্কেট এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন ৷ তাঁর বাড়ি বিহারের পাটনায় ৷

শনিবার অনেক বেলা হয়ে গেলেও চন্দন ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়৷ অনেকক্ষণ ধরে ডেকেও কোনও সাড়া মেলেনি ৷ এর পর দরজার ফাঁক দিয়ে চন্দনের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা ৷ খবর দেওয়া হয় থানায় ৷ বি গার্ডেন থানার পুলিশ এসে দরজা ভেঙে চন্দনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে ।

প্রতিবেশীরা জানিয়েছেন চন্দন একটি বিবাহ সংস্থার অফিসে মার্কেটিংয়ের কাজ করতেন । কিছুদিন আগে পার্ক সার্কাসের এক যুবতীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচয় ও প্রেম হয় । মাস তিনেক আগে ওই যুবতী চন্দনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ৷ এরপরই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন । তাঁর জেরেই চন্দন আত্মহত্যা করছেন বলে অনুমান প্রতিবেশীদের ৷

ABOUT THE AUTHOR

...view details