হাওড়া, ১১ মে: রবিবার দুই মেদিনীপুরের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। কর্মসূত্রে কলকাতা ও শহরতলিতে দুই মেদিনীপুর জেলার অনেক মানুষ বসবাস করে। ভোট দিতে শনিবার সকলেই ফিরছেন বাড়িতে। তাই আজ হাওড়া বাসস্ট্যান্ডে উপচে পড়া ভিড়। এই সুযোগে বাসের টিকিটের দাম দ্বিগুণ-তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ভোট দিতে বাড়ি ফেরার হিড়িক, তিনগুণ দামে বিক্রি বাসের টিকিট - BUS TICKET
ভোট দিতে বাড়ি ফেরার হিড়িক। আর সেই সুযোগককে কাজে লাগিয়ে হাওড়ায় আজ কার্যত তিনগুণ দামে বিক্রি হল বাসের টিকিট।
দুই মেদিনীপুর জেলার জন্য বাস ছাড়ে হাওড়া বাসস্ট্যান্ড থেকে। বাড়ি ফেরার জন্য আজ দুপুরের পর থেকেই সেখানে প্রচুর যাত্রী জড়ো হন। বাসের ভেতরে জায়গা না পায়ে প্রবল গরম উপেক্ষা করে বাসের ছাদেও অনেককে বসতে দেখা গেছে। বাসের ভেতর সিট দখলের জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় হাওড়া বাসস্ট্যান্ডে।
এরই মধ্যে সুযোগ বুঝে টিকিটের কালোবাজারি হচ্ছে। ঝোপ বুঝে কোপ মারছে বাসের কন্ডাক্টররা। টিকিটের দাম যা, তার থেকে অনেক বেশি নেওয়া হচ্ছে। দাম বেশি হলেও উপায় নেই, ফিরতেই হবে বাড়ি। কারণ ভোট বড় বালাই।